বলতে দাও কবিতা কী ঘটায় ।। হুয়ান ফেলিপে হেরেরা Poem by Rahman Henry

বলতে দাও কবিতা কী ঘটায় ।। হুয়ান ফেলিপে হেরেরা

Rating: 5.0

বলতে দাও কবিতা কী ঘটায় ।। হুয়ান ফেলিপে হেরেরা

.
বেশিদূর এগিয়ে যাবার আগে,
বলতে দাও একটা কবিতা কী ঘটায়,
শুরুতেই, তোমাকে গোপনতাটা জানতে হবে, কোনও কবিতা নেই
যাকে কবিতা বলা হচ্ছে, সেটা হলো সীমানাহীন জীবনে প্রবেশের একটা পথ,
হ্যাঁ, ব্যাপারটা এমনই সহজ, কবিতা, আমার মাধ্যমে তোমাকে এটাই বলতে চাইছে,
প্রতিদিন রেজারে দাড়ি কামানোর বদলে, বেশ,
ভেবে দেখো, চকচকে একটা ব্রোঞ্জ, চামড়ার একটা খাপ
তোমাকে ফিটফাট করে দিচ্ছে, উদাহরণস্বরূপ, ধরো ফ্যাশনমল, বাহির
থেকে মনে হবে বিনোদন ঘটতে যাচ্ছে তোমার,
যখন ভেতরে ঢুকবে, বদলে যাচ্ছে সবকিছু, বিস্মিত হচ্ছো তুমি,
মুখ টক হয়ে যাবে, পিপাসা পাবে তোমার, পা দুটো হিম হয়ে উঠবে
ঝড়ের ভেতর স্থির দাঁড়িয়ে, কবিতাও, অবশ্যই,
সর্বদাই পসরা মেলে ধরে, কিন্তু, তুমি যেমনটি দেখছো,
কবিতার বাণিজ্য ওরকম নয়, সে তোমার অন্তরকে বাইরে এনে
বিপজ্জনক সমুদ্রে ছাড়ে, সেখানে স্নান করতে পারো, খেলতে পারো,
এমনকি, গালগল্পেও মেতে উঠতে পারো— কুয়াশা, কবিতা হলো কুয়াশা,
সে তোমার অস্তিত্বের কেন্দ্র হয়ে ওঠে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* হুয়ান ফেলিপে হেরেরা (২৭ ডিসেম্বর ১৯৪৮-) :
মেক্সিকান বংশোদ্ভুত মার্কিন কবি। ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট; ইনিই প্রথম কোনও লাতিন আমেরিকান, যিনি যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট হয়েছেন।
.
*
#JuanFelipeHerreraPoems
.

This is a translation of the poem Let Me Tell You What A Poem Brings by Juan Felipe Herrera
Sunday, October 1, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success