অ্যাকিলিসের বিজয় ।।লুইজ ক্লুখ Poem by Rahman Henry

অ্যাকিলিসের বিজয় ।।লুইজ ক্লুখ

Rating: 5.0


.
প্যাট্রোক্লাসের কাহিনীতে
কেউই বেঁচে থাকে না, এমনকি অ্যাকিলিসও নয়
যিনি ছিলেন দেবতা-প্রায়।
প্যাট্রোক্লাস দেখতে তার মতই ছিলেন। দু'জনেই
একই বর্ম পরতেন।

এই বন্ধত্বে সর্বদাই
একে অপরের সেবা করে গেছেন। একজন আরেকজনের চেয়ে উন:
পদমর্যাদার এই বিন্যাস
সর্বদাই সুষ্পষ্টরূপে প্রতীয়মান, যদিও কিংবদন্তীটা
বিশ্বাস করতে পারা যায় না-
এসব তথ্যের উৎস সেই জীবিত জন,
এমন একজন যার কথাগুলোকে বাতিল করা হয়েছে।

পুড়তে থাকা গ্রিক জাহাজগুলো এমন কি ছিলো যে ওগুলোকে
এই ক্ষতির সাথে তুলনা করা হয়?

নিজের তাঁবুতে, অ্যাকিলিস
তার সামগ্রিক অস্তিত্বে শোকাহত
আর দেবতারা দেখলেন
ইতোমধ্যেই মৃত এক মানুষ তিনি, দেহের সেই অংশের
শিকারে পরিণত হয়েছেন যেটা ভালোবাসা পেয়েছিলো,
সেই অংশ যা ছিলো মরণশীল।
.
[নোট: গ্রিক পুরাণের চরিত্র অ্যাকিলিস ছিলেন ট্রয় যুদ্ধের নায়ক তথা শ্রেষ্ঠ যোদ্ধা। কিংবদন্তি অনুসারে, গোড়ালি ছাড়া অ্যাকিলিসের সমগ্র শরীর ছিল অপরাজেয়। গোড়ালির এই দুর্বলতা সত্ত্বেও এই কিংবদন্তিতে অ্যাকিলিসকে অর্ধ-অবিনশ্বর বলে উল্লেখ করা হয়েছে। গোড়ালিতেই বিষাক্ত তির বিঁধে অ্যাকিলিসের মৃত্যু ঘটে।]
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
.

This is a translation of the poem The Triumph Of Achilles by Louise Gluck
Thursday, November 12, 2020
Topic(s) of this poem: death,legend,life and death,mythology
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 November 2020

ইতোমধ্যেই মৃত এক মানুষ তিনি, দেহের সেই অংশের শিকারে পরিণত হয়েছেন যেটা ভালোবাসা পেয়েছিলো, সেই অংশ যা ছিলো মরণশীল।// ক্ষয় হয়ে যায় সব কিছুই যদি তা হয় ক্ষয়শীল প্রকৃতি মরে যায় সবাই যদি থাকে প্রাণ এ মরণশীল শরীরে অ্যাকিলিস- দেবতা নয়, প্যাট্রোক্লাস- দেবতা নয় জানি না দেবতাগণের প্রাণ আছে কিনা! তাদের প্রাণ ছিল দেহে যা মরণশীল

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success