পুনরাগমণ ।। লুইস গ্লুক Poem by Rahman Henry

পুনরাগমণ ।। লুইস গ্লুক

Rating: 5.0


.
আমার জীবনের জীবন, তুমি
হারিয়ে গেছো আর আমি
আবারও তরুণী।

কয়েকটা বছর চলে গেলো।
বাতাস ভরে উঠছে
মেয়েলি গীতে;
সামনের চত্বরে
আপেল গাছটা
ছেয়ে গেছে ফুলে ফুলে।

তোমাকে জয় করে ফিরিয়ে আনতে চেষ্টা করছি,
সেটাই এ লেখার
মূলকথা।
অথচ তুমি চিরতরে চলে গেছো,
রাশিয়ান উপন্যাসগুলোতে, যেমনটি বলা আছে
কিছু কিছু কথা আমি স্মরণ করতে পারছি না—

কী উচ্ছ্বল পৃথিবী
কত কত জিনিসে ঠাঁসা যেগুলো আমার নয়—

ফুলের ঝরা পাপড়িগুলোকে লক্ষ করছি,
আর গোলাপি নেই,
বরং বয়েসি, পুরাতন, একধরণের হলদেটে শাদা—
মনে হচ্ছে উজ্জ্বল ঘাসের উপর
ভাসছে ওগুলো,
কাঁপছে মৃদুমৃদু।

কেমন এক শূন্যতা তুমি,
এত দ্রুত পরিবর্তিত হও
পরিণত হও ছবিতে, ঘ্রাণে- -
তুমি রয়ে গেছো সবখানে, প্রজ্ঞা
আর যন্ত্রণার উৎস হয়ে।
.
.
* লুইস গ্লুক [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি। পুরোনাম: লুইস এলিসাবেথ গ্লুক। নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণকারী গ্লুক [জন্মসূত্রে মার্কিনী] পিতৃপুরুষসূত্রে হাঙ্গেরিয়ান ইহুদি-বংশোদ্ভুত এবং মায়ের দিক থেক রুশিয়ান ইহুদি। পড়াশুনা করেছেন সারাহ লরেন্স কলেজ ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ইয়েল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা অংশের অধ্যাপক এবং আবাসিক লেখক। গ্লুক ১৯৯৩ সালে কবিতার জন্য পুলিৎজার পান এবং ২০১৪ সালে পান যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বুক এওয়ার্ড'। অবশ্য, ২০০২-২০০৩ মেয়াদে তিনি মার্কিন পোয়েট লরিয়েট হিসেবে নিযুক্ত ছিলেন।
এখন অব্দি তার কবিতাগ্রন্থ ১৪টি; ২টি চ্যাপবুক এবং ২টি কবিতা বিষয়ক প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রথম কাব্য, ফার্স্টবর্ন প্রকাশিত হয় ১৯৬৮ সালে। উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: দ্য ট্রুয়াম্ফ অব আকিলিস [১৯৮৫] এবং দ্য ওয়াইল্ড আইরিস [১৯৯২]। তার কবিতা বিষয়ক প্রবন্ধগ্রন্থ: প্রুফস এন্ড থিয়োরিস [১৯৯৪] এবং আমেরিকার অরিজিন্যালিটি [২০১৭], গ্রন্থ দুটিতেও মৌলিক ভাবনার স্ফূরণ ঘটেছে।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেথ গ্লিক
.


.
.
*

.

This is a translation of the poem Parousia by Louise Gluck
Wednesday, October 21, 2020
Topic(s) of this poem: death of a friend,love,love and life
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success