কার্সন মেকালির্স ।। চার্লস বুকাওস্কি Poem by Rahman Henry

কার্সন মেকালির্স ।। চার্লস বুকাওস্কি

Rating: 5.0


.
অতিরিক্ত মদ্যপানে
মহাসামুদ্রিক বাষ্পীয় জাহাজের ডকের একটা চেয়ারে
কম্বল জড়ানো অবস্থায়
মৃত্যুবরণ করলো
শে।

ভয়ানক নিঃসঙ্গতা বিষয়ে রচিত
তার সবগুলো বই

প্রেমহীন যৌনতার
নিষ্ঠুরতা নিয়ে রচিত
তার সমুদয় গ্রন্থ

ওই সবকিছুই
ছেড়ে চলে গেলো তাকে

ছুটি কাটাতে আসা টইটই ভ্রামণিকেরা
আবিষ্কার করলো তার মৃতদেহ

কাপ্তানকে জানালো

আর দ্রুতই তাকে
জাহাজের অন্যকোথাও
সরিয়ে নেয়া হলো

সবকিছু ওরকমই গতিশীলভাবে
চলতে থাকলো
যেমন
গতিশীল ছিলো তার লেখনী
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* চার্লস বুকাওস্কি [১৬ আগস্ট ১৯২০ - ৯ মার্চ ১৯৯৪]: পুরো নাম: হেনরি চার্লস বুকাওস্কি। জার্মানিতে জন্মানো মার্কিন কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
.
* #CharlesBukowskiPoems
.

This is a translation of the poem Carson Mccullers by Charles Bukowski
Friday, October 16, 2020
Topic(s) of this poem: dearth,death of a friend,life and death
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success