বাঙালি Poem by Sam dasgupta

বাঙালি

আমি 'ভাঙব তবু মচকাব না' -
এই আমার বাঙালিয়ানা।

আমি একজন বাঙালি।
শহর জুড়ে নামুকই না কোনো বিপদের ঝড়
শান্তিতে ঘুমাব তখন, আমি থাকব অনড়
আমি কিন্তু বাঙালি।

জীবন টা তো বাধাধরা সেই ১০টা - ৫টা য় আটকে
সমালোচনা, pnpc করতে লাগে বেশ যে,
অথচ দেখ - নিজের জাতের গর্ব করতে পিছিয়ে আমি যাইনি
আমি সেই বাঙালিই।
না! অগ্রগতিতে আমরা পেছোবোনা
তাই জন্য তো আমার ছেলে বাঙলাটা জানে না।

হে বাঙালি! স্বামিজী-নেতাজি তোর এই বাঙলারই গর্ব,
জীবন দিয়েছে, শহীদ হয়েছে করতে এই মাটিকে ধন্য।
বারো মাসে তেরো পার্বনে ভূলেছি তাদের দাম,
আজও মাঠে - ঘাটে বাঙালি কৃষক মরে, পায়না সেও দাম।

হয়তো আজও এদেরই জন্য স্বগর্বে আর স্ব-গর্ভে বাঁচি।
ধুস! নজরুল, সুকান্ত বইতেই থাক, এসো রবী ঠাকূরেই বাঁচি
কারন, লড়াই বিদ্রোহ আমাদের নয়, - প্রেম করেই যাচ্ছি,
বাঙলার বুকে বেকার হয়ে ও চিৎকার করছি -
'আমি এক বাঙালি, মচকাচ্ছিনা তো! কেবল ভাঙছি'।

POET'S NOTES ABOUT THE POEM
Its about the real condition at now bengali public.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sam dasgupta

Sam dasgupta

Asansol
Close
Error Success