Sam dasgupta

The Best Poem Of Sam dasgupta

বাঙালি

আমি 'ভাঙব তবু মচকাব না' -
এই আমার বাঙালিয়ানা।

আমি একজন বাঙালি।
শহর জুড়ে নামুকই না কোনো বিপদের ঝড়
শান্তিতে ঘুমাব তখন, আমি থাকব অনড়
আমি কিন্তু বাঙালি।

জীবন টা তো বাধাধরা সেই ১০টা - ৫টা য় আটকে
সমালোচনা, pnpc করতে লাগে বেশ যে,
অথচ দেখ - নিজের জাতের গর্ব করতে পিছিয়ে আমি যাইনি
আমি সেই বাঙালিই।
না! অগ্রগতিতে আমরা পেছোবোনা
তাই জন্য তো আমার ছেলে বাঙলাটা জানে না।

হে বাঙালি! স্বামিজী-নেতাজি তোর এই বাঙলারই গর্ব,
জীবন দিয়েছে, শহীদ হয়েছে করতে এই মাটিকে ধন্য।
বারো মাসে তেরো পার্বনে ভূলেছি তাদের দাম,
আজও মাঠে - ঘাটে বাঙালি কৃষক মরে, পায়না সেও দাম।

হয়তো আজও এদেরই জন্য স্বগর্বে আর স্ব-গর্ভে বাঁচি।
ধুস! নজরুল, সুকান্ত বইতেই থাক, এসো রবী ঠাকূরেই বাঁচি
কারন, লড়াই বিদ্রোহ আমাদের নয়, - প্রেম করেই যাচ্ছি,
বাঙলার বুকে বেকার হয়ে ও চিৎকার করছি -
'আমি এক বাঙালি, মচকাচ্ছিনা তো! কেবল ভাঙছি'।

Sam dasgupta Comments

Sam dasgupta Popularity

Sam dasgupta Popularity

Close
Error Success