বিমূর্ত প্রেম ।।ত্রিভুবন মেন্দিরাত Poem by Rahman Henry

বিমূর্ত প্রেম ।।ত্রিভুবন মেন্দিরাত

Rating: 5.0

.
খুবই বিমূর্ত— প্রেম!
তবু বেঁচে থাকে—
ঢিমেতালের গানগুলোতে।
তোলে ছোট ছোট ঢেউ;
প্রতিটি পদক্ষেপে, প্রত্যেক ধাপে।
দেখতে পাওয়া যায়;
বিচূর্ণিত পত্রালির সমাবেশে;
ঘাসে
দেখা যায়
চকোলেটেরখোসার ভিতর পরিত্যক্ত।
তোমার ভিতরে দেখতে পাই আমি।
এবং সে আমাকে বিনিময় করছে হাসি,
লাজরক্তিম, অক্ষত,
আর নিখুঁত।

.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ত্রিভুবন মেন্দিরাত [২২ মে ১৯৫৯ - ]: ভারতীয় কবি, চিত্রকর ও লেখক। জন্ম হরিয়ানার সিরসা মিউনিসিপ্যালিটিতে। বর্তমানে, উত্তর প্রদেশের কানপুরে বসবাস করছেন। ত্রিভুবন শিক্ষকতা পেশায় নিয়োজিত।

.
*
.

* #TribhuvanMendirattaPoems
.

This is a translation of the poem Abstract Love by Tribhuvan Mendiratta
Tuesday, September 17, 2019
Topic(s) of this poem: love,love and life
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 17 September 2019

চকোলেটেরখোসার ভিতর পরিত্যক্ত। তোমার ভিতরে দেখতে পাই আমি।....An amazing poem is very brilliantly penned about love and life. The perception matters a lot...10

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success