একটা পুরনো গল্প ।।বব হিকক Poem by Rahman Henry

একটা পুরনো গল্প ।।বব হিকক


.
জোনাকিদের প্রেমে মজে থাকাটা
কঠিন। বাসন-কোসন নিয়ে
কাজ করতে হয় আমাকে।
যখন পার্টিতে ডাকা হয়
ওরা সর্বদাই একই রঙের
পোশাক পরে। দিনমান আমি কাজ করি,
আর ওরা সাঁঝবেলায় হাতপা নাড়ে।
এখন রেডিও এবং একটা বিয়ার নিয়ে
বসে বসে বিল তৈরি করছি, আর
ওইসব মানুষের জন্য ঈর্ষান্বিত হচ্ছি
যারা ঘরকুনো তারকাদের প্রেমে পড়ে।
যখন খারাপ সময়, গোটা শহরজুড়ে
নিতম্ব দোলায় ওরা, যখন ভালো সময়
আমার ঠোঁট দুটো উজ্জ্বল হয়ে ওঠে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* বব হিকক (১৯৬০ -) :মার্কিন কবি।জন্ম ও বসবাস মিশিগানে। সৃজনী রচনাকর্ম এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক।
.
*
#BobHicokPoems
.

This is a translation of the poem An Old Story by Bob Hicok
Saturday, March 24, 2018
Topic(s) of this poem: lifestyle,story
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success