Veja Shohor Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Veja Shohor

ভেজা শহর
গোলাম রাশিদ

ছোট্ট জানলা, ছোট্ট আকাশ
মেঘপিয়নেরা এসে জমে,
কথা দিয়ে কথা রাখোনি তুমি
বৃষ্টি হবে, আকাশটা থমথমে।

বৃষ্টিরা সব পাতার উপর পড়ে
ভেজাকাক পাঁচিলে এসে থামে,
এসেছে তোমার মনখারাপের চিঠি
ঝিরিঝিরি বৃষ্টিভেজা খামে।

একদিন এই শহরে ভিজেছিল দুটি গাছ
তোমার চুলে নেমেছিল ঝরনা,
আমার তো বর্ষাতি ছিল না
তোমার ছিল ওড়না।

আজও গাছগুলো ভেজে
বর্ষার মরশুমে,
শুধু ফুটপাতগুলো একা একা
শুয়ে থাকে শীতঘুমে।

Saturday, August 1, 2015
Topic(s) of this poem: love and loss
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success