Kichhu Valo Lage Na Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Kichhu Valo Lage Na

কিছু ভালো লাগে না বারান্দায় পড়ে থাকে শীতের রোদ/ জানালার কাচে লেগে থাকে বাতাসের কুচি/ ধুলোমাখা মন দরজা খোলেনা /আজ কিছু ভালো লাগে না / সে কি ভুলে গেছে /আবছা অন্ধাকারে কার ছায়া পড়ে/ কার ভাবনা ভাবে মন/ স্নাউতন্ত্রে বেজে ওঠে কার রিংটন /বিছানার চাদর ঝুলে গেছে/ কারো স্পর্শের কাতর অপেক্ষায়/ আলনায় রাখা কাপড় অগোছালো/ ঘুমভাঙ্গা কিশোরীর চুলের মত মন এলোমেলো / বিকেলের ঘুড়ির সুতো ছিড়ে যায় /ঝুপ করে নেমে আসে অন্ধকার/ তবু জোনাকির আলো জ্বলে না/ আজ কিছু ভালো লাগে না.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success