"সত্যের" বিপরীত শব্দ "মিথ্যে" নয় (Sotyer Biporit Shobdo Mithye Noy) Poem by Arun Maji

"সত্যের" বিপরীত শব্দ "মিথ্যে" নয় (Sotyer Biporit Shobdo Mithye Noy)

Rating: 5.0


"সত্যের" বিপরীত শব্দ "মিথ্যে" নয়। "সত্যের" বিপরীত শব্দ বিশ্বাস। যারা প্রশ্ন না করেই বিশ্বাস করে, তারা কখনো শ্রীমান সত্যের দেখা পাবে না। সত্য খুঁজতে হলে- তোমাকে অবিশ্বাস করতে হবে। মহাবিশ্বের যা কিছু, তার সব কিছুকেই তোমাকে প্রশ্ন করতে হবে।

ভাবো- কোপার্নিকাস যদি সহস্র বছরের বিশ্বাসকে প্রশ্ন না করতেন, তাহলে কি হতো? তাহলে আজও মানুষ ভাবতো- সূর্যই পৃথিবীকে প্রদক্ষিণ করে, পৃথিবী সূর্যকে নয়।

বিশ্বাস- অলস আর দুর্বল হৃদয়ের কম্ম। যারা সবল আর পরিশ্রমী, তারা সব কিছুকে চ্যালেঞ্জ করবে। ধর্ম, সংস্কার, ঈশ্বর, বিজ্ঞান, পিতা, মাতা, ধর্মগুরু- সবাইকে।

বিশ্বাসীরা কখনো আলো খুঁজে পাবে না। এই পৃথিবীকে তারা, কখনো আলো দেখাতে পারবে না। যারা আনাড়ি আর উন্মাদ, যারা অবিশ্বাসী আর গোঁয়াড়- তারাই মানব জাতির আলো। তারাই এই পৃথিবীকে যন্ত্রণা মুক্ত করবে।

যারা দলে একাকী আর বান্ধবহীন, তারাই পূজ্য। যারা সমবেত স্বরে হুক্কা হুয়া ডাকে, তারা দুর্বল আর স্বার্থপর। তারা জীবনকে সহজ করার জন্য- ভারী দলকে বেছে নেয়।

চিন্তার জগতে আমি যে কিছু করতে পেরেছি, তা আমি সেদিনই ভাববো- যেদিন দেখবো, তোমরা সবাই আমাকে ঘৃণাভরে পরিত্যাগ করেছো। যেদিন আমি একাকী আঁধারে কাঁদবো, সেদিনই ভাববো- আমি সত্যের কাছাকাছি।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

"সত্যের" বিপরীত শব্দ "মিথ্যে" নয় (Sotyer Biporit Shobdo Mithye Noy)
Thursday, November 2, 2017
Topic(s) of this poem: falsehood,lie,search,truth,wisdom
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success