Shlogan Poem by Golam Rashid

Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India

Shlogan

উত্তপ্ত সূর্যরশ্মি যখন ভুমিষ্ঠ শিশুর
চোখ খুলে দেয়
তখন সে প্রথমবার 'শ্লোগান 'দেয়
ঘাতকের বিষাক্ত ছুরি যখন মায়ের রক্তে লাল হয়
তখন সে শ্লোগান দেয়
কুকুর - নেকড়েদের সঙ্গে যুদ্ধ করে
যখন সে পুরো একখানা রুটি পায়
তখন ও তাকে শ্লোগান দিতে হয়
বেকারত্ব ঘোচাতে যখন দ্বারে দ্বারে ঘুরে
পা এর তলা ক্ষয় হয়
তখন সে শ্লোগান দেয়
যখন সমস্ত স্বপ্নদুর্গ ধুলিসাত হয়' তাহরীর স্কোয়ার চল' বলে সে শ্লোগান দেয়
তারপর সামরিক বাহিনীর গুলিতে আত্মঘাতী হয়
তখন ও সে শ্লোগান দেয়
ওই শেষ শ্লোগানে সে রেখে যায়
আরো একটি বিপ্লব কিংবা একটি নতুন শ্লোগান:
শ্লোগানের ওপর নাম জীবন।

Wednesday, September 25, 2013
Topic(s) of this poem: patriotic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Golam Rashid

Golam Rashid

Murshidabad, West Bengal, India
Close
Error Success