আলোক নিশান Poem by Fahim Shahriar

আলোক নিশান

ক্ষুধার আগুনে পুড়ছে মানুষ, জ্বলছে বাড়ি,
অসীম সুখে হাসছে মানুষ, চলছে গাড়ি
কাঁদছে মানুষ, পাচ্ছে সুখ
অন্ধকারে দমবন্ধ শত ভিক্ষুক!

রক্ত দিয়াছি সনে-সনে, দশকে-দশকে
এখনো অসীম রক্ত বয় আমাদের বুকে,
যাদের সাথে করেছি অসুর নিধন
তারাই আজ দিয়েছে নীতিহীন আচ্ছাদন!

আর কত খুন লাশ দেখাবে আমায়
আর কত কান্না অর্থ মেধা পাচারের বর্ণনায়
শহরজুড়ে লাখো মসজিদ, মন্দির, বিদ্যালয়
সেখানে মানুষ, বলি হয়না মানুষ, মানুষের দুনিয়ায়

আধার খুঁড়ে আসবে সব আলোর গেরিলা
সেই আলোতে ঝলসে যাবি, আগুনের ভেলা
কাঁদবে না আর কোনো মানুষ, ছুটবে না তোর গাড়ি
ভিক্ষুকেরাও নেবে শ্বাস, পথশিশুরাও যাবে বাড়ি!

৩০ ডিসেম্বর ২০২২

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success