আলোয় ফেরা Poem by Anindya Mukhopadhyay

আলোয় ফেরা

পৃথিবী দেখল যেদিন
আলো সূর্যের হাত ধরে;

প্রাণের সৃষ্টি হল যেনো
ঠিক তার-ই পরে -

এমনি ভাবে মা-ও
শিশুর জন্ম দিলে পরে:

রঙীন জগৎ দেখে শিশু
নিজের মতন করে।

কত সুন্দর, সবুজ, নির্মল
এই গ্রহটা দেখ -

জন্মদাতার এই মহাদান
চিরদিন মনে রেখো।

এত শোভা ধরিত্রীর
আমরা দেখি স্পষ্ট,

প্রতিবন্ধী যত মানুষের
কত-ই না হয় কষ্ট।

দৃষ্টিহীনের উদ্দেশ্যে ভাই
এসো, সাহায্যের হাত বাড়াই -

চলো তাদের জ্ঞানের আলোয়
অভিষেক করাই।

দিনের আলো দেখেনি বলে
তারা আক্ষেপ যেন না করে;

জ্ঞানের আলোয় উজ্জীবিত হয়ে
মূল স্রোতে যেন শিঘ্রই ফেরে।

(First composed: September,2009)

Saturday, January 20, 2024
Topic(s) of this poem: life,enlightenment,nature,blindness,bangla
POET'S NOTES ABOUT THE POEM
Readers, please feel free to comment on the poem. Your comments and feedbacks are most welcome.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Anindya Mukhopadhyay

Anindya Mukhopadhyay

Kolkata, West Bengal
Close
Error Success