মানুষের মন Poem by Dipankar Sadhukhan

মানুষের মন

মানুষের মন বোঝা বড়ই দুরূহ।
কখন যে কি চায় জানে না কেহ।
চাওয়া পাওয়ার দ্বন্দ্ব চলে সব সময়।
তপ্ত ও দগ্ধ হয় কোমল হৃদয়।

স্বপ্ন দেখতে চায় প্রত্যেক আঁখি।
স্বপ্ন পূরণ হলেও সে হয় না খুশি।
'আরো চাই আরো চাই'- বলে হৃদয়।
কি চায় কেন চায় জানে না কভু।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
22nd May,2015

মানুষের মন
Saturday, May 30, 2015
Topic(s) of this poem: human nature
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success