তুমি Poem by Dipankar Sadhukhan

তুমি

Rating: 5.0

তুমি হৃদয়ে, তুমি মর্মে,
তুমি অন্তরে, তুমি কর্মে,
ফল্গু নদীর ধারার মতো চির প্রবহমান।
বসন্তের মিষ্টি দখিণা বাতাসের মতো তুমি বহমান।
গোলাপের পাপড়ির মতো তুমি বিকশিত আমার অন্তরে।
তোমার ছোঁয়ায় আমার মুমূর্ষু হৃদয়ও আনন্দে নৃত্য করে।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
16th May,2015.

Saturday, May 30, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success