স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল।। Poem by zahin siddiqi

স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল।।

Rating: 2.5

স্বপ্ন ছিল ঢাকা হবে করাচী,
সিলেট ভুমি আবাদ হয়ে হবে তার সাথী।
বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী আর খুলনা,
সবখানেতে থাকা চাই ''মৌলবাদী নিশানা ''।

টেরাক ভরা অস্ত্রগুলো না পড়লে ধরা,
যজ্ঞ হতো বাঙালীদের প্ল্যানটা ছিল কড়া।
সংখ্যালঘু বিনাশ হলে লাগতো মজা বেশ,
ভাই বেরাদর খুশী হতো নাইকো যার শেষ।

স্বপন ছিল কতো, পূরণ যদি হতো,
ইমরানের হাত ধরে মাঠে যাওয়া যেতো।
নিয়াজী ভাই আসতো যদি সেনাপতি হয়ে,
বিমাণ এসে নামত যদি পিআইএ নাম নিয়ে।

চেণাব, ঝীলাম, কুনার, রাভী যেথায় চলে বহে,
ইচ্ছে ছিল সেই মাটিতে আবার যাবো ফিরে।
স্বপ্ন আমার ঘুরে ফিরে পশ্চিমেই রয়,
''পাক সার'' লাগে ভালো ''সোনারবাংলা'' নয়।

ভূট্টো, আইয়ুব, ইয়াহিয়া-ভাই আপনের ও আপন,
৭১ এ দাওনি কেন মুজিবেরে দাফন? ? ?
বাহান্ন আর একাত্তুরের রক্তডিঙ্গা চাই,
''লাল সবুজে'' মানায় না আর ''চাঁদ-তাঁরাটাই'' চাই।

৭৫ এ ভেবেছিলাম ''হগায়া খতম'',
''বীরাঙ্গনা'' রয়ে গেল রক্তটা চরম।
সাহস বেজায় ''যায় লড়ে যায়'' গড়বে এবার দেশ,
''জয় বাংলা'' বলবোনাকো, চাইনি বাংলাদেশ।।।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
জানুয়ারী ০৯, ২০১৪।

এস্টোরিয়া, নিউ ইয়র্ক।

POET'S NOTES ABOUT THE POEM
''বাংলাদেশ'' স্বাধীনতা অর্জনের ৪২বছর পরও এদেশে ৭১এর হায়েনাদের দোসররা বিদ্যমান। তাদের মনোভাব নিয়ে কবিতাটি লেখা।
COMMENTS OF THE POEM
?????? ???? 24 October 2019

অসাধারণ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success