মানুষ কেমন Poem by Emranor Reja

মানুষ কেমন

আমি অসুস্থ হলে পৃথিবীর সবাই ব্যস্ত।
আমিময় এই বীজ বাবা রাখে মায়ের কাছে ।মা আমার অস্থিত্ব কিনে নেয়।প্র্রিয় মা; প্র্রথমবারের মতো লোভ শিখিয়েছ ।আবার লোভী হতে তোমারই মানা।এখন দেহের প্র্রতিটি সেল তোমারই পূজা করে ।
তোমারই একটি অংশ পূথিবীতে রোপন করেছো এবং বলেছো তুমি নাকি আমি; আমি নাকি মানুষ
তারপর আমি মানুষ হয়েছি!
মা
মানুষ পঁচে যেদিন গন্ধ হবে
সেদিন আমি মানুষ হবো; তুমি আমি হবো ।

POET'S NOTES ABOUT THE POEM
when i was ill for fever written this poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success