°°°°•••••••পরিবর্তন••••••°°°° Poem by Rony Pervaz

°°°°•••••••পরিবর্তন••••••°°°°

Rating: 5.0

আজ বিয়াল্লিশ বছর, জন্ম বাংলার
সেই করুনতা নেই! চারিদিকে আহাজারি,
মানুষ ব্যক্ততায় কে আছে? সব জানোয়ার
কাঙাল শিরে পদ রেখে করে বাহাদুরি।।

আড়ম্বর জীবনে, ছেড়ে মনুষ্য ছিফত
তামাম নরাধম কে করে চিরকিঙ্কর,
লভিল লহু সিক্ত এক মস্ত তখত
গরীবের বুক পিঞ্জিরে তাই গাঁথল খঞ্জর।।

দিগন্ত জোড়া শ্বাশত-বানী, যা সু-প্রসিদ্ধ
"শিক্ষা জাতির মেরুদণ্ড" আজ হয়েছে অনাড়ি,
আর্থাভাবে কারো শিক্ষা লওয়া অসাধ্য
কিন্তু অর্থ থলিতে পেটখানা করছ ভারী।।

রুটি খাওয়া তার সাজে যার ক্ষুধা আছে
পূর্ণোদরে তবুও ভক্ষণে থাকছ বেহুঁশ,
পদলণ্ঠিত হয়ে কত ভিখ মাগে হায় কাছে
লাঁথি মেরে তাড়াও প্রান্তে গরীবের দোষ।!

অর্ধ-নিমগ্ন শিক্ষা পড়ে থাকে দ্বারে দ্বারে
কোথায় শিক্ষা ব্যবস্থা চির উন্নত হবে!
যেথায় অর্থ লাগে সেথায় প্রদান ছাড়ে
যার লাগে না তবুও তারেই বড় ভাবে।।

পরিবর্তন নেই; নেই ভাতৃত্বের ছোঁয়া
কাধে কাধ - -দূরে থাক! নিচ পানে চাওয়া মানা,
যাদের দৌলতে এতোকিছু, আজ তারাই অপায়া
উপদ্রুত লোকগুলো কে? তা উচিৎ জানা।।

তারা মহান! ! হেতু তোমরা বেঈমান! !
ছোটলোক বলে যাদের করেছ অজ্ঞাতকুলশীল,
রকমারি আভিজাত্য হয়ে যাবে তিরোধান
ভাই বলে গরীবেরে বুকে করলে সামিল।।

আসবে পরিবর্তন; হবে উন্নতি, জাগবে দেশ
চেয়ে থাকবে বিশ্ব-নিখিল - - - - -
বলবে বেশ আহা বেশ

Writer: #JD

°°°°•••••••পরিবর্তন••••••°°°°
Saturday, March 9, 2019
Topic(s) of this poem: bangladesh
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 10 March 2019

আসবে পরিবর্তন; হবে উন্নতি, জাগবে দেশ চেয়ে থাকবে বিশ্ব-নিখিল - - - - - এ সুশীল আশায় কাটতে থাকুক দিন।............///

1 0 Reply
Rony Pervaz 11 March 2019

সুশীল আশা! ! ! ............. পরিবর্তন আসবে অবশ্যই ভাই

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success