রুপ Poem by ABU SAYEM

রুপ

হাসনাহেনা ধন্য তুমি,
আছে তোমার ঘ্রাণ ।
সন্ধাবেলায় সুভাস দিয়ে,
জুরাও প্রিয়ার প্রান ।
রাঙ্গা গোলাপ ধন্য তুমি,
আমার প্রিয়ার কেশ,
কমল ছোঁয়ায় ধরছে বলে
লাগছে তোমায় বেশ ।
শাপলা তুমি বিলের ধারে,
ধুলছো কেন হেসে?
আমার প্রিয়ার রুপের সাথে
রুপ কি তোমার মেশে?
আমার প্রিয়ার রুপ দেখিয়া
কোকিল ধরে গান ।
মিষ্টি সুরে গান গাহিয়া
হারায় যেন প্রান ।
মৌমাছিরা উড়ে উড়ে
বিশাল মিছিল বেধে,
এমন রুপ না পাহিয়া
গুন গুনিয়ে কাদে ।
মেঘ ময়ূরী কাদছো কেন
রুপ দেখিয়া তার?
কেদে কেদে বৃষ্টি ফেলে
রুপ পাবে কি আর?

Monday, March 2, 2015
Topic(s) of this poem: LOVE
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success