কেনো ভালোরা দাম পায় মৃত্যুর পরে Poem by Bikash Santra

কেনো ভালোরা দাম পায় মৃত্যুর পরে

ডিসেম্বরে জন্ম নিলেন
মোদের প্রিয় যিশু,
মানুষ তাকে বোঝেনি
যখন ছিলেন শিশু.
শৈশব থেকেই শুরু করেন
মানুষের সেবা করতে,
বোঝেনি তাকে মানুষগুলো
পারেনি তাকে কেউ চিনতে.
ভালোমানুষেরা দাম পায়
তাদের মৃত্যুর পরে,
এদেরকে আঘাত করে করে
বুদ্ধিমান মানুষেরা মারে.
ভালোবাসলেন সারা জীবন
সকল পৃথিবীর মানুষকে,
কিছু মানুষ তাই রাগ দেখিয়ে
ক্রুশবিদ্ধ করলো তাকে.
(সত্যের পথে, ভালোর পথে, মানুষের সেবায় যে নিজেকে ব্যস্ত রাখে, তিনি ভগবানের সমান, তাই তাকে মারা অসম্ভব, তার মৃত্যু নেই, সবসময় ভালোর পথে চলো বন্ধুরা)

Friday, May 18, 2018
Topic(s) of this poem: jesus
POET'S NOTES ABOUT THE POEM
ভালো মানুষদের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করুন, তাদের বাঁচতে সাহায্য করুন.প্রতেকটি ভালো মানুষের মধ্যে
ভগবান বিরাজ করেন.তাই তাদের সাহায্য করে পৃথিবিটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলুন.নিজের সুন্দর মানসিকতাকে জাগিয়ে তুলুন.
COMMENTS OF THE POEM
rajesh roy 25 May 2018

valo laglo.satti katha.

2 0 Reply
bhaskar gupta 21 May 2018

right, nice & true line.

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success