আমার দেশের বীর সিপাহী Poem by Bikash Santra

আমার দেশের বীর সিপাহী

কষ্ট হয় তোমাদের ছেড়ে
দূরে কোথাও যেতে,
এ মনে খুব ইচ্ছা হয় গো
তোমাদের সাথে থাকতে.
আমারো তো মনে হয় একটু
পরিবারের সাথে থাকি,
সব ইচ্ছা শুধুই আমার
রয়ে যায় আজ বাকি.
দেশের সেবা, দশের সেবা
করার নিয়েছি যে শপথ,
সেই দায়িত্ব করতেই হবে
আসুক যতো বিপদ.
সবার জন্য লড়ছি লড়বো
দিয়ে দেবো মোর প্রান,
আমার এই জীবন জানি
এই ভারতমাতার দান.
তাই পরিবার ছেড়ে আমি
গাইবো দেশের গান,
দেশের সেবা করতে করতে
নেবো শত্রুদের প্রান.
#বন্ধুরা আজ আপনি পরিবার, আপনজন ও বন্ধুদের সাথে সুখে শান্তিতে বসবাস করছেন যে বন্ধুদের জন্য, যারা দেশের জন্য, আমার, আপনার জন্য নিজের জীবন দেয়, বন্ধুরা তাদের কখনো ভুলবেন না.#
বন্দে মাতারম
ধন্যবাদ

আমার দেশের বীর সিপাহী
Monday, May 7, 2018
Topic(s) of this poem: soldiers
POET'S NOTES ABOUT THE POEM
The Real Hero
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success