দেখলাম... Poem by Debasis Chatterjee

দেখলাম...

রাজপথে দেখলাম…

অপূর্ব সজ্জায় সজ্জিত প্রাসাদ মহল
কোট, প্যান্ট, টাই, শাড়ী, গয়নায়, ঝলমল,
দুধসাদা বিরাট দুটি গাড়ী নিঃশব্দে এসে পোর্টিকোতে থামল
শঙ্খ-উলুধনিতে মুখরিত হল চারদিক, সুসজ্জিত উত্তম পাত্র নামল,
বরণডালা-মিষ্টান্ন-প্রদীপ পরিবৃত বর ধনী, শিক্ষায় শুনলাম প্রমোটার
খাতির-যত্নে তাই নেই কোনো ত্রুটি, নিমন্ত্রন অবাধ, আয়োজন অপার।

বরকর্তা প্রভাবশালী, তাঁর চারদিকে মৌমাছিদের সুবাস
কন্যা খুব একটা পছন্দ হয়নি, কালো ও শিক্ষা প্রাইমারি ব্যস,
তবু তিনি উচ্ছসিত, কন্যাবর্গ সাজিয়ে দিয়েছে তাঁর চতুর্থ প্রাসাদ, পঞ্চম বাহন,
পাত্র কে? কন্যাপক্ষ কে? তিনি পুরো এলাকার সর্বাগ্র ধনাঢ্য, রাশি রাশি তাঁর ধন
তিনিই তো পেজ-৩'র নায়ক! তিনিই তো একাধারে প্রযোজক-পরিচালক
...আনন্দ-আন্তরিকতার নাটক-অভিনয়, অহংকারের পথপ্রদর্শক।


দু'পা বাঁক নিয়েই গলির মুখে দেখলাম...


চাটাই আর রঙ্গীন শাড়ীতে সজ্জিত বস্তির একটি কোণ
লুঙ্গি, টি-শার্ট, জিন্স, সস্তার ঝকমকে শাড়ী, গয়নার ইমিটেশন
একটি রিকশা আর দু'টি ভ্যান এসে দরজায় থামল
শঙ্খ-উলুধনিতে-বাজনায় চারদিক মুখরিত হল,
সাদামাটা ধুতি-পাঞ্জাবি পরিহিত পাত্র নামল;
বরণডালা-মিষ্টান্ন-প্রদীপ পরিবৃত সৌম্য প্রশান্ত, গ্রাজুয়েট, করে টিউশন।

সঙ্গে বাবা বরকর্তা প্রাইমারি শিক্ষক, খুব পছন্দ হয়েছে কনে,
সাদামাটা ঘরোয়া আটপৌরে মেয়ে, কিন্তু শিক্ষায় এম. এ;
দেওয়া-থোয়া'র বিশেষ কিছু নেই, যাঁর চাইবার তিনি মানুষটি বিমুক্ত
আর যাঁর দেবার তিনি 'দারিদ্র সীমার নীচের' তালিকাভুক্ত…
খাতির-যত্নে এখানেও নেই কোনো ত্রুটি, নিমন্ত্রন সামান্য,
আয়োজন আরো সাধারণ...কিন্তু আনন্দ-আন্তরিকতার স্বচ্ছন্দ বন্ধন।


- 1stDecember 2017, Kolkata, INDIA

Friday, December 1, 2017
Topic(s) of this poem: marriage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success