আস্তাবল Poem by Pritam Bhowmick

আস্তাবল

চি হি হি... লাগাম গেল ছুটে?
মুক্তি পেল বুঝি দস্যি ঘোড়া ?
বাঁধ ওরে বাঁধ,
নইলে পায়ের তলায় আজি,
গুঁড়িয়ে যাবে বুঝি আভিজাত্যের ভাণ্ড,
মেকি সত্ত্বার সোমরসে যা পরিপূর্ণ,
যার নেশায় বুঁদ ঐ বড়লোকের ব্যাটা,
পাখি খাঁচায় ভরে যার সুখ,
আর সুখ পশু হয়ে দলন করে
নির্মল পুষ্পরাজি...
আজ বাঁধন আলগা হতেই
খেলার মাঠে প্রাণের বাজি,
রিক্ত সে,
বিদ্ধ সে;
দস্যি ঘোড়ার দাবানলে
পুড়ে ছাই পাখির কল,
আজ নিভৃতে অবৈধ সব,
সাক্ষী রইল আস্তাবল ।

Friday, July 7, 2017
Topic(s) of this poem: bangla,exploitation,revenge
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success