নিষিদ্ধ Poem by Pritam Bhowmick

নিষিদ্ধ

Rating: 5.0

হারাতে পাইনা যে ভয়, অভ্যেস আছে খুব,
চেখে দেখতে পাওয়ার স্বাদ, অশক্ত মনে নেই যে সায়,
গুটিয়ে ছিলি থাকনা বাপু, শান্ত নিশ্চুপ!
নিষিদ্ধ তে গা ভাসিয়ে বাঁচার অভিপ্রায়?
আঁধার বড়ই লাস্যময়ী, উত্তেজক তার রূপ,

ধোঁয়ায় ধোঁয়ায় শরীর অবশ, কলজেখানা মরণ চায় ,
রক্তে গুলেছে শুভ্র মাদক, মত্ত আজি নয়নজোড়া,
দুঃখ দলেছে, কান্না পিষেছে, ঘোর নামক পাগলা ঘোড়া!
এই পাওয়া যে বিড়ম্বনা, টোপ সে শুধুই ফেলেই যায়,
গিললে পরে হয়না ফেরা, বিবেক তখন মনমরা,
নিষিদ্ধেরই স্পর্শ তীক্ষ্ণ, মেরুদণ্ড লুপ্তপ্রায় ।

Saturday, June 10, 2017
Topic(s) of this poem: addiction,bangla,drugs,frustration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pritam Bhowmick

Pritam Bhowmick

Kolkata
Close
Error Success