ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা লভিতে Poem by Mir Munirul Islam Salim

ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা লভিতে

মুসলিম বিশ্বের নীলাকাশে জ্বলছিল, উজ্জ্বল এক নক্ষত্র
চিনতো তাঁকে সবে বিশ্বমন্ডলে, পরিচিত ছিল সর্বত্র।
সহসা এক রাক্ষসী ঝড় এসে, কোথা থেকে কি হয়ে গেলো
প্রজ্জ্বলিত সেই নক্ষত্র হঠাৎ, চিরতওে ছিট্কে পড়লো।
মুসলিম বিশ্বের হৃদয় আকাশে, ছেয়ে গেল ঘোর অমানিশা
ভেঙ্গে চুরে গেল বিশ্ব মুসলিমের, সুদূর প্রসারী আশা ভরসা।
আকাশে বাতাসে বিশ্ব ব্রহ্মান্ডে, নেমে এলো এক শোকের ছায়া
ফিলিস্তিন নেতা বিদায় নিয়াছেন, ছাড়িয়া গিয়াছেন সকল মায়া।
বিদায় আরাফাত, ইয়াসির আরাফত, বিদায় বন্ধু তোমায়
আর কভু দেখা হবে নাকো মোদের, তব সাথে বন্ধু এই দুনিয়ায়।
ফিলিস্তিন রাষ্ট্রের মুক্তি সংগ্রামে, রেখে গেছো কতনা অবদান
ভুলিবেনা কভু ফিলিস্তিন তথা, সারা বিশ্বের দেড় শত কোটি মুসলমান
ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা লভিতে, করেছো কতনা সংগ্রাম
অন্যায় অবিচার অত্যাচার সয়ে, কতনা ফেলোছো মাথার ঘাম।
আপোষহীন নেতা দুঃসাহসী বীর, বিশ্বে দ্বিতীয় নেইকো নজীর
সত্য ন্যায়ের সংগ্রামে কভু, নত করনিকো তব শির
বলিষ্ঠ কন্ঠে দুর্বার বেগে, ছুটে গেছো তুমি দিগ¦দিক
করনিকো ভয় রক্ত চক্ষুকে কারো, তুমি ছিলে নির্ভিক।
ছিল তব সদা উল্কার গতি, বিরামহীন যত ছুটাচুটি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সাধনায়, করনিকো তুমি কোন ত্রুটি।
মৃত্যুভয়ে হওনিকো ভীত, রয়েছিলো সদা অনড় অটল
রাষ্ট্র জনগণের শান্তির প্রশ্নে, কতনা চেয়েছো হতে সফল।
নির্মম নিষ্ঠুর নিপীড়ন নির্যাতন তোমায় আপোষহীন হতে।
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবসন্ন বদনে, আজিকে তুমি নিলে বিদায়
তাই বলে তব যাবে নাকো বৃথা, সকল স্বপ্ন সধনা হায়!
তুমি ছিলে ফিলিস্তিনের স্বপ্ন দ্রষ্টা, স্বাধীনতা প্রত্যয়ী অগ্নি শিখা
ফিলিস্তিনি জনগণের মাথার মুকুট, পথ প্রদর্শনের আদর্শ দীক্ষা।
চেয়েছিলে তুমি আল্ আকসার পাশে, চিরনিদ্রায় শায়িত হতে
ঘয়নিকো সে আশা পূর্ণ তোমার, শুয়ে আছো আজি রামাল্লাতে।
আফসোস্্ কিবা তাতে, মসজিদুল আল্্ আকসার মাটিতো আছে তোমার কবরে
স্বশ্রদ্ধ সালাম তোমার, হে সত্য ন্যায়ের নির্ভিক বীর
বেহেশত্্ নসীব হোক আজিকে, কবর হোক তব শান্তি নীড়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success