সাবাস মালালা সাবাস Poem by Mir Munirul Islam Salim

সাবাস মালালা সাবাস

মানবাধিকার কর্মী তেজদ্বীপ্ত এক, পাকিস্তানী কিশোরী মালালা
তালেবানের বুকে হঠাৎ যেনো, ধরিয়ে দিলো এক উত্তপ্ত জ্বালা।
নারী শিক্ষার পক্ষে, ক্ষুরধার এক লেখনি লিখে
তালেবানের বুকে সহসা যেনো, চিহ্ন দিলো এক এঁকে।
তালেবানের চোখে মালালা হলো যেনো, জানের দুশমন
যে করেই হোক, তাকে এবার, করতে হবে হনন।
তাইতো ৯ই অক্টোবর ২০১২, স্কুল থেকে ফেরার পথে
মালালা হলো তালেবানের শিকার, সুন্দর এক সুপ্রভাতে।
১৪ বছরের এক অগ্নি ঝরা, পাকিস্তানী কিশোরী কন্যা
মালালা তোমার আজিকে কোনো, হয়নাকো তুলনা।
সাবাস মালালা সাবাস! সাবাস তোমার বীরত্ব গাঁথা সাহসকে
সাবাস মালালা সাবাস! সাবাস তোমার মানবাধিকার চিন্তা ধারাকে।
এতোটুকু বয়সে এ বিশ্ববাসীকে, দেখালে আজিকে যা তুমি
ধন্য আজিকে ধন্য মালালা, ধন্য এ বিশ্বভূমি।
তোমার পক্ষে দাঁড়ায়েছে আজি, সমগ্র বিশ্ববাসী
ভয় নেই মালালা, ভয় নেই তোমার, কেটে যাবে বিপদ নিশি।
প্রার্থনা আজি করিছে বিশ্ব, তোমার সুস্থতা কামনায়
মাথা উঁচু করে দাঁড়াবে আবার, দেখবে বিশ্বময়।
লিখবে তুমি কলমে আবার, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে
বর্বর যত পিশাচের বিপক্ষে, নামবে আবার আপোষহীন যুদ্ধে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success