পাখির পুচ্ছ নাচিয়ে গায়ক Poem by Bird To Bard

Bird To Bard

Bird To Bard

MOHAKHALI, DHAKA/ BHUAPUR-TANGAIL- BANGLADESH

পাখির পুচ্ছ নাচিয়ে গায়ক

এক পাখি
শখের হলদে গায়ক
বেস্ত রাস্তার ফেরিওয়ালা নায়ক
হায় বিধাতা
আমি ফুল কলি
ভুক পতঙ্গ গলায় জড়িয়ে ধরি
এক্তু ভালবাসা দাও
কি করে তাল মিলাই
বক ধার্মিক ডালা সাজাই
যদিবা আস্ত আলোর পরশ
বেঁচে যেতাম আমি
গ্রাম ছেড়ে শহুরে হয়ে নামি দামী
শক্তিশালী ভাঁড়
৩১ মার্চ দিয়ে গেলো জন্মো আছাড়

This is a translation of the poem How A Bird Be A Bard by Bird To Bard
Tuesday, April 4, 2017
Topic(s) of this poem: praise
COMMENTS OF THE POEM
Bird To Bard

Bird To Bard

MOHAKHALI, DHAKA/ BHUAPUR-TANGAIL- BANGLADESH
Close
Error Success