তবু সপ্তপদী Poem by SUVADEEP ROY

তবু সপ্তপদী

রামধনু রোদ লুকিয়ে ছিলো মেঘে,
ঘাসের উপর বৃষ্টিভেজা আকাশ
এদিক ওদিক ছড়িয়েছিলো রঙ...
বেনিয়মের তখন ফাগুন মাস৷
দুটো-চারটি পাখীরা জোড় বেঁধে
এদিক ওদিক ফিরছিলো গান গেয়ে,
উজাড় করে সবটুকু রোদ মেখে
পাহাড় ভেঙে ঝর্ণা এলো বেয়ে৷
অনেক বিবাদ কান্না আড়াল করে
শহর জুড়ে প্রেমের প্রতিভাস,
ছড়িয়ে দিলো জোৎস্নামাখা রাত
তোমার আমার প্রেমের ফাগুন মাস৷
শিশির ফোটায় শুধু তোমার ছবি,
মন কেমনের সেতার বেজে ওঠে,
সময় আরো সময় নিতে চায়
আকাশ জুড়ে শব্দ শুধু ফোটে৷
কাল পেরিয়ে আজও বেঁচে আছে
তোমার আমার প্রেমের সে পলাশ;
যদিও মিলন চির প্রতিক্ষিত,
তবু চিরদিনের এই যে মধুমাস৷

Wednesday, March 8, 2017
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SUVADEEP ROY

SUVADEEP ROY

Baruipur, West Bengal
Close
Error Success