পুরানো প্রেম Poem by md safiqul islam

পুরানো প্রেম

Rating: 5.0

আজিকে চিনিবো তাহারে দেখেছিলাম যাহারে শান্ত নয়নে ঐ নয়ন পানে ।
কে তা যানে কে তা মানে ।
কেবা তুমি শরলতা, চাও পিছু ফিরে । নীড়ে ছোটে ছোট পাখি আজি যেমন করে, চাহনি তাহার প্রানো ভরিয়ে দিয়ে গেলো অবাক প্রেমের কবিতা তাহাকে নিয়ে লিখিছিলাম ।
কি করে, কি ভাবে শোনাবো তাহারে আজো কবিতা দুটোর পাতা গুলো রহিলো এক প্রান্তে পড়ে ।
আকাশে যেমন ছেড়া পাল নাহি কেউ তুলে দাড় বায়, নাহি কেউ চায় অতল নদীতে ডুবে মরিতে ।
আমার অচেনা পাখির বাসার ন্যায় করিলো সে ভোজন হৃদয় টুকো ।
করেছে তাহার হৃদয় কবিতায় কোনো এক লাইনে ।
যা কিনা আমার হৃদয়ের বোবা কবিতার সারমর্ম ।
ব্যাখ্যা করিতে কেউ কি তা চায়, না করিলে তাহার উপায় তো নাই ।
অচিন পাখির যত ব্যাথা কেউ তাকে বল, কেনো হলো এমন অভিনয় ।

POET'S NOTES ABOUT THE POEM
পেরেম
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
md safiqul islam

md safiqul islam

chitrapara, kotalipara, gopalgan.
Close
Error Success