জাগা-ঘুমে ভুতের বালাই Poem by Atoar Hossan

জাগা-ঘুমে ভুতের বালাই

জাগা-ঘুমে ভুতের বালাই?
এমন আমারও, হামেশাই
রোগের মতন, হয়ে থাকে;
মানস উতলা দুর্বিপাকে।

এমন আমারও চারপাশে
কারা যেনো হাসে আর কাশে,
কারা যেনো অকারণ হাঁটে
ঘোলাটে স্মৃতির সন্নিকটে।

বহুদিন ধরে বন্ধু যারা
বহ আগেই গিয়েছে মারা,
তারাই আবার ফিরে আসে
গেট লক-থাকা সিটিং বাসে।

সাঁঝবেলা যদি অযথাই
যখনই একেলা পথে যাই,
পিছে পিছে মৃতের মিছিল
হাঁটে, কদমে কদমে মিল।

তবে কি সব পরাবাস্তব
মনের অসুখ-অনুভব?
নাকি সব যা কিছু সংশয়
এমনই সমাত্ম মনে হয়?

হাওয়া বরাবর লিখি চিঠি
কবিতার মতোই প্রতিটি
মগজ ও বোধের ফিউশনে
যখন যেমন আসে মনে।

শেষবার ফের বলে যাই,
এমন আমারও, হামেশাই
রোগের মতন, হয়ে থাকে;
উতলা মনন দুর্বিপাকে।

Monday, March 28, 2016
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Iftekhar Ifti 30 March 2016

terrible. expecting more care on publishing your master one. not like so.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success