Atoar Hossan

Atoar Hossan Poems

আমাকে ধারণ করো পেটে,
তাবৎ পৃথিবী পায়ে হেঁটে
আলো আঁধারের উপকূল,
আবার জন্মাবো মহাভুল।
...

স্বপ্নকে আটকাও
তাকে দিও না মরতে।
জীবন ডানা-ভাঙ্গা পাখি
জানে না সে তো উড়তে।
...

এ নাকি জন্ম,
এ তো বিষ্ময়!
মানুষেরই পেটে অবিকল
কেমন মানুষ হয়!
...

শুকরিয়া, জনাবা।
দিলেতে মারহাবা
মারহাবা শুনিছে।
এ-কথা নয় ভুল,
...

বহু পথ ছেড়ে এসে
ভ্রান্তির দুয়ারে,
হুঁশ হ'লে চোখ খুলে
মৃত্যুর কুয়া রে!
...

মেঘ হয়ে এসে
মরু-মন-দেশে
জাগালেন আশা।
জল হয়ে এলে
...

তোমার সমূহ নীল যাতনার জ্যোতি
আমাকে তাড়িত করে যথা সুখ-দুখ।
তোমার চোখের নোনাজল নাকফুল
ছুঁলে, তুলে আনি টেনে তোমার চিবুক।
...

সারাদিন হাসিমুখ সাপের দোকান,
ছোট-বড় চার কোণা ঢোপের সোপান।
সরু-মোটা কিলবিল বিষে ভ'রা সাপ,
ফোঁস ফোঁস, এসো শোনও স্বপন-আলাপ।
...

আমার ভাবনা কেনো করো তুমি চুরি?
আমার সময়, ভাত-জাগতিক কাল?
তোমার রূপের তোড়ে বিদেহ-সুন্দরি,
পোড়াবে আমার তবে অভাগী কপাল?
...

তোকে ছেড়ে পালাবো জীবন,
পালিয়ে বেড়াবো।
পায়ে হেঁটে অপার পৃথিবী
শূন্যতার দিকে যাবো,
...

কাটাকাটি শৈশব আমার
কেবলই বিগত, নাই আর,
আসবে না মেঘের ভেলায়।
হেলায় ফুরালো দিন প্রায়,
...

ঘোর
আতোয়ার হোসেন

সহসা সকাল হয়ে গেছে,
...

বই মেলা /আতোয়ার হোসেন

বই মেলা তুই
মেলে ধর শুই
...

আয় লিলিথের বোন, তোরা ধর্ষিকা হ
পুরুষতন্ত্র ধর্ষণ করে বেঁচে থাক
আজ গণতন্ত্র, আজ বিচার হবে না
শাড়ির আঁচল রশি বিষের বোতল
...

সে তুমি যেমনই নাচো রে জিভ
ও-শরীর যতই লালসা দিক
খাবো না সস্তা লোভের তেঁতুল
টক তেঁতুলে থাকে টারটারিক
...

১.
বধূবর্ষা এসেছে ঢাকায়।
তারা বিচলিত,
কাছে যায়, অথবা যায় না;
...

জাগা-ঘুমে ভুতের বালাই?
এমন আমারও, হামেশাই
রোগের মতন, হয়ে থাকে;
মানস উতলা দুর্বিপাকে।
...

Atoar Hossan Biography

This is Atoar Hossan, simple in living. Lives in Dhaka, Bangladesh. Works at a television named Rtv as a Broadcast Journalist.Doesn't write to be a poet, but writes.)

The Best Poem Of Atoar Hossan

আমাকে ধারণ করো

আমাকে ধারণ করো পেটে,
তাবৎ পৃথিবী পায়ে হেঁটে
আলো আঁধারের উপকূল,
আবার জন্মাবো মহাভুল।

ও-জঠরে ধরো প্রিয়তমা,
আমার সমস্ত রাখো জমা
লক্ষ এককের জল-বিন্দু,
আবার জন্মাবো মহাসিন্ধু।

আমাকে বানাও মহামায়া,
নাক-কান-দেহ-মুখ-কায়া-
হৃদয়-সমেত বাহুবলী,
পুনর্জন্ম আসুক কেবলই।

আমারই ওরুসে বারংবার
আমারই অসহ অহংকার
যথাযত কোথাও না-কেটে
আমাকে ধারন করো পেটে।

Atoar Hossan Comments

Atoar Hossan Popularity

Atoar Hossan Popularity

Close
Error Success