ধর্ষিকা Poem by Atoar Hossan

ধর্ষিকা

আয় লিলিথের বোন, তোরা ধর্ষিকা হ
পুরুষতন্ত্র ধর্ষণ করে বেঁচে থাক
আজ গণতন্ত্র, আজ বিচার হবে না
শাড়ির আঁচল রশি বিষের বোতল
ব্যবহারবিধি সব উল্টো শিখে রাখ
নত শিরে পলায়ন নিরাপদ নয়
তোদেরও নখর আছে, তারও আছে বিষ
এক শিশি সাহস কেবল গিলে খাস
পাঁচ মিনিটের খাড়া শিশ্নে কেনো ভয়
ধর্ষিকা হ, তোরা উল্টে পাল্টে ধুয়ে দিস
তোরা লিলিথের বোন, বাঘিনী হায়নারা
ঝঞ্ঝায় মাটি ও স্বর্গ কাঁপিয়ে তোল
উত্থিত ও-শিশ্নে তোরা তীব্র রক্ত ঝরা
ধর্ষিকা, হুঙ্কার দিয়ে ঘরে ফিরে যাস

Monday, March 28, 2016
Topic(s) of this poem: raping
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Atoar Hossan

Atoar Hossan

Natore
Close
Error Success