মোরা এক পৃথিবীর সন্তানwe All Son Of One Earth Poem by RADHASHYAM JANA

মোরা এক পৃথিবীর সন্তানwe All Son Of One Earth

মানি না ধর্ম জাতিভেদ প্রথা!
মানি শুধু কর্ম রীতিনীতি কথা!
হিন্দু মুসলিম শিখ খ্রীস্টান সব ভাই;
মোরা এক পৃথিবীর সন্তান সবাই!
মোদের রক্তের রং সবার এক,
ধর্ম জাতিভেদ প্রথা পরে দেখ।
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তার উপরে কেউ নাই!
ধর্ম জাতিভেদ প্রথা যে যার‌ই হোক আমরা সবাই ভাই ভাই!
কেন তবে যুদ্ধ বাঁধে ধর্ম জাতির টানাপোড়নে?
ঈশ্বর যে এক আছেন প্রমান আছে সব গীতা বাইবেল কোরানে!
__________________________________________
Radhashyam Jana from PICHHABANIndia

Sunday, August 5, 2018
Topic(s) of this poem: blood,earth,god,nature,religions
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RADHASHYAM JANA

RADHASHYAM JANA

PICHHABANIndia
Close
Error Success