সময়(Time) Poem by Avik Datta Gupta

সময়(Time)

বুঝেও বুঝিনি আমি সমেয়ের গতি
নিঃশব্দে নিভ্রিতে কেটে গেছে মুহূর্ত
তবুও সে সময় আসে নি
শময় দিয়ে গেছে আরও শময়ের আস্বাস
সময় দিয়ে গেছে সময়য়ের গ্লানি
প্রশস্থ হবার মরীচিকা
ইতিহাশের পাতায় হলনা কিছু লেখা
ঝরা পাতার মতন হারিয়ে গেছে
জীবনের চলে যাওয়া প্রছুর মুহূরল
স্মরণে রাখতে চাইনি তখন
এখন খুঁজি বালির দানায় দানায়
বালির ঘড়িতে এক কামরায় নিটোল পাহাড়
অন্যদিকে ঘুমন্ত আগ্নেয়গিরি
লাভাহীন কাঁচের আঙিনায়
সময় চলেছে নিজের তালে
ঘড়ি হয়ে গেছে বন্ধ
তবু শেষ হয়ে যায়নি জীবন
হৃদয় স্পন্দনে ধমনীর স্রতের ঐকতানে
চলেছে শময়ের সাথে সমান তালে চলতে
নদী মিশে যাবে শমুদ্রে, জল হয়ে উঠবে গভীর
এক মুহুরত শময়, কোথা থেকে এলো
কোথায় হারিয়ে যাবে, সময় নিজেই যানে না

Friday, August 22, 2014
Topic(s) of this poem: romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success