খুন Poem by Sanjib Saha

খুন

খুন

কন্যা সম্প্রদান এর আগে
মেয়েকে আড়ালে নিয়ে
বাবা বললেন পরমস্নেহে,
'ভয় পাস নে মা,
শিল্পীর হাতের তুলিতে
যে ছবি ফুটে উঠছে --
তাকে আমি সারা
পৃথিবীতে ছড়িয়ে দেবো,
তুই এতদিন রানী ছিলি,
আজ রাজরানী হবি।

বাবা চলে যাওয়ার পর
কবরে হাত রেখে
রানী জিজ্ঞেস করল,
'বাবা আমার স্বপ্ন! '

ঈশ্বর উত্তর দিলেন,
' শিল্পীর আঙ্গুলে পচন ধরেছে,
আজ তাই সে অন্ধকারে।'

ব্যর্থ অবয়ব খুন হয়ে যায়,
সভ্যতার কান্না শোনা যায়!
-----------------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Narrative poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success