প্রেমের কথা Poem by Sanjib Saha

প্রেমের কথা

প্রেমের কথা

তোমার নিচের ঠোঁট
আমার আঙুলে জড়ানো ছিল।
তুমি কথা বলতে চাইলে,
কিন্তু কোথায় কথা,
রুদ্ধ দ্বার যেন কাঁপছিল তির তির করে,
সারা পৃথিবীটাও থরথর করে,
এত বড় ভূমিকম্প
হৃদয় থেকে উথলে উঠে
সুনামীর ঢেউয়ে ভাসিয়ে দিতে পারে,
জানা ছিল না।

তোমার বাঁ চোখের আলতো চাহনি
ফুল লতা পাতা আঁকা শাড়ির আঁচল ছুঁয়ে
আমাকে বিদ্ধ করেছিল সেই সন্ধ্যায়
অন্ধকারের পাতলা আবরণ ভেদ করে।

আমার একুশ বছর
দুহাতে তুলে নিয়ে
নতজানু হয়ে অঞ্জলি দিলাম,
তুমি হাত ধরে দাঁড় করালে।

তবু সন্ধ্যা হয়।
বলেছিলে, এখন যাই।
যাওয়া তো থাকবেই।
তাকে কি উপেক্ষা করা যায়!
---------------------------------
© সঞ্জীব সাহা

POET'S NOTES ABOUT THE POEM
Love poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success