অসীমকে ছুঁতে চায় মন / Oshimke Sute Chay Mon Poem by Rhymer Rhymer

অসীমকে ছুঁতে চায় মন / Oshimke Sute Chay Mon

Rating: 5.0

হিন্দুদের ধারণা যুগে যুগে পরমেশর আবির্ভূত হন
তাঁকে তারা বিষ্ণুর অবতার মনে করে পুজা করে
ইসলামী আইন/শরিয়ত এক আল্লাহর সামনে মাথা নত করতে বলে
আল্লাহ ছাড়া কাওকে সিজদাহ করা যাবে না
ওরা সরাসরি উপাস্যকে রূপ দেবার চেষ্টা করে
আমাদের ধর্মে রুপ দেবার বিষয়টা মানে না
"রাসুল সঃ বলেছেন, যারা আমাকে দেখেছে, তারা আল্লাহ কে দেখেছে"
কিন্তু তা সত্ত্বেও শরিয়াত এর আইন তোলা সম্ভব নয়
রাসুল সঃ আমাদের রাসুল সঃ ই আর আল্লাহ কেই আমরা আল্লাহ জানবো
সেজদাহ আল্লাহ কেই করতে হবে
যদিও পরমাত্তার সংযোগ স্থাপনকারীরা তাঁর অংশ হয়ে যায়
শুনুন" খোদার সমস্ত নগর, জনপদ এবং সমগ্র ভূখণ্ডই আমার রাজ্য। আর আমার এ রাজত্ব আমার জন্মের পূর্ব থেকেই প্রতিস্থিত" বড় পীর আব্দুল ক্কাদির জিলানী
ভিন্ন নামের অলিরা একই শক্তির প্রকাশ
একই পরমাত্তায়বিলীন আর একই জোতির অংশ
নুর আলা নুর হলও জোতির উপর জোতি
এর শীর্ষে নবী মুহাম্মাদ সঃ
প্রবাহমান এই আমি টা আমার সমগ্র সত্তার আলো
সে অপরূপ আর অসীম
(অসীম কে ছুতে চায় মন))

বই দেখতে পারেন... ধর্ম দর্শন/ বক্তা সৈয়দ আব্দুর রশিদ জৈনপুরী রহঃ

Sunday, October 14, 2018
Topic(s) of this poem: soul
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 29 August 2019

শুনুন" খোদার সমস্ত নগর, জনপদ এবং সমগ্র ভূখণ্ডই আমার রাজ্য। আর আমার এ রাজত্ব আমার জন্মের পূর্ব থেকেই প্রতিস্থিত" -বড় পীর আব্দুল ক্কাদির জিলানী//// wonderful statement

0 0 Reply
Kumarmani Mahakul 16 October 2018

lt is a beautiful poem on religion and God relating to soul having touching expression. God is one. He is supreme soul. It may be cited...একই পরমাত্তায়বিলীন আর একই জোতির অংশ নুর আলা নুর হলও জোতির উপর জোতি এর শীর্ষে নবী মুহাম্মাদ সঃ প্রবাহমান এই আমি টা আমার সমগ্র সত্তার আলো সে অপরূপ আর অসীম Thanks.10

1 0 Reply
Mahtab Bangalee 15 October 2018

The infinite You are And I'm on the sharp edge of fire All of ecstatic knowledge Seeking Your immense hedge How wonderful You are Into me still I'm instable gyre O' God, show me the path on where Your favorites have gone I'm seeking You here, there, everywhere, still I'm alone!

1 0 Reply
Rus Mer 15 October 2018

knowledge hedge are gyre so powerful outburst of feelings

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success