হিসাব দিতে গড়িমসি করার সুযোগ নাই/ Hisab Dite Gorimoshi Korar Suzog Nai Poem by Rhymer Rhymer

হিসাব দিতে গড়িমসি করার সুযোগ নাই/ Hisab Dite Gorimoshi Korar Suzog Nai

"তোমার দিলের মধ্যে ফতোয়া তালাশ করো
নেকী ঐ বস্তু যা দিলের মধ্যে শান্তি আনে
গুনাহ ঐ বস্তু যা দিলের মধ্যে বিদ্ধ হয়
বক্ষস্থলে অশান্তি সৃষ্টি করে
লোকে যতোই বিপরীত বলুক"
ভালো আর মন্দ দিল বলে দেয়
তবে হিসাব দিতে গড়িমসি করবে কি ভাবে?

সুত্র হাদিসে রাসুল সঃ

Monday, May 14, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success