একদিন তোমার ভীষণই যোগ্য হয়ে উঠবো (Ekdin Tomar Bhishon-I Jogyo Hoye Uthbo) Poem by Arun Maji

একদিন তোমার ভীষণই যোগ্য হয়ে উঠবো (Ekdin Tomar Bhishon-I Jogyo Hoye Uthbo)

Rating: 5.0

একদিন, একদিন তোমার
ভীষণই যোগ্য হয়ে উঠবো।

বলো- কতদিন, কতদিন আর
পুষ্প সুগন্ধ কেবল শুঁকে শুঁকে মরা?
'হায় হায় তুমি নাই'- বলে বলে
কতদিন আর, বুক চাপড়ে হা হুতাশ করা?

আমার দিব্যি, আমার পিতামহের দিব্যি,
পরম পিতা ঈশ্বরের দিব্যি-
একদিন, একদিন তোমার
ভীষণই যোগ্য হয়ে উঠবো।

কত বছর ধরে, কত রাত জেগে
হাড় ভাঙা খাটুনি খাটলে, তোমার যোগ্য হওয়া যায়?
কতদিন, কতটা মনঃসংযোগের সাথে
তোমাকে ভালোবাসলে, তোমার যোগ্য হওয়া যায়?

ঘষে ঘষে, মেজে মেজে
হৃৎপিণ্ডের উস্কোখুস্কো ভাবটা মসৃন করে নেবো।
তেল দিয়ে মেখে মেখে
মগজের শুষ্ক ঘিলুটায় একটু প্রেম ভরে নেবো।

কতক্ষণ তোমায় ভাবলে
তোমাকে একটু আধটু ভালোবাসা হয়?
কত রাত স্বপ্নে তোমায় দেখলে
তোমাকে একটু আধটু আমার মনে হয়?

মুখ ফুটে না বললেও
তুমি বলতে চাইবে- 'এখনও অনেক পথ বাকি'
'এখনও অনেক ত্যাগ বাকি, বৈরাগ্য বাকি'
'এখনও তোমার- অনেক অনেক ফাঁকি'।

বিশ্বাস করো- সব পথ একা হেঁটে যাবো।
সুগম অথবা দুর্গম, রাতে অথবা দিনে,
গ্রীষ্মে অথবা বর্ষায়- তোমার জন্য,
শুধু তোমার জন্য সব পথ, একা হেঁটে যাবো।

দেখো, একদিন তুমি দেখো
সত্যি সত্যিই আমি তোমার যোগ্য হয়ে উঠবো।
এ জীবনে যদি নাও পারি
পরজন্মে, বা তারও পরের- অন্য কোন জন্মে
সত্যি সত্যিই আমি তোমার যোগ্য হয়ে উঠবো।

© অরুণ মাজী
Painting: Wang Neng Jun

একদিন তোমার ভীষণই যোগ্য হয়ে উঠবো (Ekdin Tomar Bhishon-I Jogyo Hoye Uthbo)
Friday, May 19, 2017
Topic(s) of this poem: bangla,love,passion,poem,sacrifice
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success