জীবনের ভয়ঙ্করতম ভুল কি? Poem by Arun Maji

জীবনের ভয়ঙ্করতম ভুল কি?

Rating: 5.0

পন্ডিত হোক বা মূর্খ হোক, ধনী হোক বা দরিদ্র্য হোক;
সব মানুষকেই কিন্তু জানতে হবে- জীবন কি? জীবনের উদ্দেশ্য কি?

ধরো, তুমি সমুদ্রযাত্রা করেছো। কিন্তু জানো না- কোথায় যেতে হবে? কোনদিকে, কিভাবে যেতে হবে? অর্থাৎ তোমার কাছে কম্পাসও নেই। তো কি হবে তখন?

তুমি উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক কিছুদিন ঘুরবে, তারপর একদিন সমুদ্রের ভয়ঙ্কর এক WHIRLPOOL এলাকায় পৌঁছে, তরী ডুবে তোমার মৃত্যু হবে। অথচ তোমার নৌকা ভীষণ শক্ত, ভীষণ দামী দামী জিনিসপত্র তাতে, আর তুমিও পোড়খাওয়া বড় এক নাবিক। কিন্তু এতো সত্বেও, তরী ডুবে তোমার মৃত্যু হলো কেন? কারন- তুমি তোমার গন্তব্য জানো না, আর সেই গন্তব্যের দিক নির্ণয় করার জন্য, তোমার কাছে কম্পাস নেই।

তোমার জীবনও তো এক যাত্রা। তাই না? কিন্তু কোথায় পৌঁছতে চাও তুমি? তুমি কি তা জানো? সেখানে পৌঁছতে হলে, তোমার কম্পাস কি? বা তোমার জীবন-যাত্রাপথে, তুমি দিক নির্ণয় করবে কিভাবে?

তুমি গন্তব্যও জানো না, আর তোমার কাছে কম্পাসও নেই। অথচ তুমি জীবনে যাত্রা করেছো! ব্যাপারটা জীবনের ভয়ঙ্করতম ভুল নয় কি? বলো- এর চেয়ে মানুষের ভয়ঙ্করতম ভুল আর কি হতে পারে?

অনেকদিন আগে, এর উপর আমি একটা প্রবন্ধ লিখেছি। তোমরা অনেকেই তা পড়েছো। আমি চাই- তোমরা উত্তরটা আবার ভাবো। আর পারলে মন্তব্য অংশে তা লিখো। সেজন্য ইচ্ছে করে, আমি পুরো লেখাটা না লিখে, এখানেই শেষ করলাম। আগামী কাল এখান থেকে আবার শুরু করবো। তোমরা ভালো থেকো।

© অরুণ মাজী
Painting: Emile Eisman Semenovsky

জীবনের ভয়ঙ্করতম ভুল কি?
Friday, November 10, 2017
Topic(s) of this poem: bangla,life,purpose,suffering
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 10 November 2017

Suffering is thought provoking. Life needs love. Brilliant Bengali poem is shared.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success