ভুল Poem by Tushar Ray

ভুল

ওগো, ধরো মোরে নিবিড় ক'রে,
তোমার হৃদয় তলে I
আজি পূর্ণ কর শুন্যতা মোর,
পুণ্য পূজার ফুলে I
অবুঝ আমি না বুঝে তাই,
সত্য ভাবি বাজির খেলায়,
অন্ধ হয়ে অন্ধকারে ছিলেম তোমায় ভুলে I
শিশু সম এখন ত্রাসে,
কাঁদছি সখা তোমার আশে,
এবার আসি ধর বুকে যুগল বাহুর তলে I
ওগো ভুলিয়োনা আর কখনো তোমার লীলাছলে I
- - - - - - - - - - - - - - - - - - -
মে ১৮, ১৯৮৮; নিউ অরলিনস, হিলটন

Monday, June 1, 2015
Topic(s) of this poem: love and pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success