চোখের দুটো ঝর্ণা (বাংলা আলাপন-@সাকি সাবের) Poem by SAKISABRE Saki

চোখের দুটো ঝর্ণা (বাংলা আলাপন-@সাকি সাবের)

একদিন নুরের নাবি মুহাম্মাদ সঃ
আলি রাঃ এর চোখে তাঁর থু থু মুবারাক লাগিয়ে দিলেন
চোখের অসুস্থতা দূর হল!
আবার বললেন তোমাকে শীত ও গরম আর কষ্ট দিবে না
শরীর এয়ার কনদিসিওন্দ হয়ে গেল
আর সারা জীবন কখনো গরম বা ঠাণ্ডা অনুভব করে কষ্ট পাননি!
আল্লাহর কুদ্রাত বুঝার ক্ষমতা সবার নাইঃ
দোযখ আল্লাহর সৃষ্টি
বিশেষ একটা নুর থেকে তার সৃষ্টি
এটা যারা আল্লাহকে মানে তাদের জন্য হসপিটাল
কেটে কুটে খারাপিকে বাদ দেওয়ার স্থান
এর জালানি হবে মানুষ আর পাথর
কোন মানুষ তারা যারা কাফির!
ভাত রান্না করি খড়ি দিয়ে যা পুরে ছাই হয়ে যায়
ভাত কিন্তু ছাই করি না
ইমানদার আগুন দারা পুড়ে পাক পবিত্র হবে
মেরামত হবে আর হবে পরিছন্ন!
যারা গুনাহ নিয়ে কবরে যাবো
তাদের গুনাহ পুরে ঝরান হবে
ভয় পেলে গুনাহ ঝড়িয়ে নিন
মনের আগুন জ্বালাও আর দোজখের আগুন নিভাও
তাওবাহ গুনাহ ঝরায়
আরও অনেক ইবাদাত যেমন নামায
স্বর্ণের মত খাটিত একমাত্র যিকির করতে পারে
আর এ যিকির মোরাকাবা হবে তোমার লতিফাতে!
চোখের পানির শক্তি দোযখের আগুনের চেয়ে শক্তিশালী
তাউবাহর কান্না মনে নেই?
অনুতপ্ত চোখের পানি
ভাব ধরে আনে টানি
ভাবে হবে তাপ
আরও চোখের পানি
দোজখের আগুন তাই নাভাতে পারে
আল্লাহর ওয়ালিরা সারারাত বসে বসে কাঁদে
তাদের ভয় নাই
তাই চিন্তাও নাই
হিশাব নিকাশ নাই!

Saturday, May 23, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success