ঈর্ষা Poem by Madhabi Banerjee

ঈর্ষা

ঈর্ষা
মাধবী বন্দ্যোপাধ্যায়


আমাকে আমার দাদা হিংসা করতো
কাউকে বলত না গোপনেই রেখেছিল
ওর কাছে আমি যেন ছিন্ন বাধ বালিকা মাত্র, এক উড়নচন্ডী
ঈর্ষা করতো কেননা
সংগ্রামে সাহসী আমি
কেন না ও সাহসী নয় অকপট নয়
ঈর্ষা করতো কেননা
ও আমার মতো হাসে না, হাসতে জানেনা
শৈশবেও ও তেমনকরে হাসেনি।

চিরকাল আমার গায়ে জখমি কাটাছেড়া
আর ও সর্বদা ঠিকঠাক টেরীকাটা ফুলবাবু
সবাই বলে নির্ভীক অকপট সারল্যে ভরা মুখখানি মেয়েটির
কোনো মালিন্য শ্পর্শ করেনা।

ও যেখানে হাল ছেড়ে দেয়
আমি সেখানে ধরে বলি হবে না কেন নিশ্চয় হবে।
গিঠ খোলা না গেলে আমি কেটে ফেলি
দাদা না পারে খুলতে না পারে কাটতে।

যতই চেষ্টা করুক আমার মতো হাসতে
বিকৃতি মুখটি তখন ধরা পড়ে যায়

Thursday, June 18, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 18 June 2020

যতই চেষ্টা করুক আমার মতো হাসতে বিকৃতি মুখটি তখন ধরা পড়ে যায়।......so touching with a lofty theme. Beautiful poem. Thanks for sharing.

0 0 Reply
Madhabi Banerjee 20 June 2020

thank you

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success