চির অচেনা Poem by zahin siddiqi

চির অচেনা

নিজ থেকে বেশী করে
যেজন জানে তোমাকে
খুব কাছে অথচ বড়ই অচেনা সে।
যে পড়লোনা তোমার কবিতা
কি করে বলো
সে ভালোবাসে তোমায়?
গানের রানী সে প্রানের উচ্ছাস
পথ চলতে ছায়া হয়ে
পলকে মিলায় মনের গহীনে।
সে আছে সাথে বুঝিতে পারি
রয় চির অচেনা।
ধূলিকনা যেমন মিশিয়াছে পথে
তেমনি সে থাকে হৃদয় মাঝে
যেন ছাড়িয়া যাবেনা চির অচেনা।
অনাবাদী হৃদয়, চৈত্রের জমির মতো
সেজন করে বিচরন সেথা
রয় চির অচেনা।
চলতে পথে তার পায়ে যেন ঠেকে পা
পলকে হারাই তারে,
খুব কাছে নিঃশ্বাসের মতো সে
অথচ রয় চির অচেনা।
-----------------------------
জেহিন সিদ্দিকী
কাউন্সিলর
বড়লেখা পৌরসভা ২৯/০৪/২০২১

চির অচেনা
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success