এক্কেবারে আলতো করে Poem by Arun Maji

এক্কেবারে আলতো করে

Rating: 5.0

আলতো করে
এমন করে ছুঁয়ে দাও আমাকে
যেন তুমি ছোঁও নি আমাকে।
এক্কেবারে আলতো করে।
যেমন করে-
ঘাসের বুকে শিশির ঝরে
পবন স্পর্শে পাতা নড়ে
প্রেম স্পর্শে পতিতার পাপ মরে।

আলতো করে
এমন করে দেখো আমাকে
যেন তুমি দেখোনি আমাকে।
এক্কেবারে লুকিয়ে লুকিয়ে
এক পলকে, আড়চোখে।
যেমন করে-
বিদ্যুৎ চোখে আকাশ, ধরিত্রী দেখে।
মরণ চোখে মানুষ, জীবন দেখে।
প্রেম চোখে মানুষ, ক্ষমা দেখে।

আলতো করে
এমন করে ভালোবাসো আমাকে
যেন তুমি ভালোবাসো নি আমাকে।
এক্কেবারে গোপনে গোপনে
কেবল রাতে, স্বপনে স্বপনে।
যেমন করে-
মেঘ ছায়, আলোর আড়ালে।
স্বপ্ন ছায়, মনের আড়ালে।
তৃষ্ণা ছায়, ঘোমটার আড়ালে।

আলতো করে
এমন করে ছুঁয়ে দাও আমাকে
যেন তুমি ছোঁও নি আমাকে।
এক্কেবারে আলতো করে।
ভীষণ, ভীষণই আলতো করে।

© অরুণ মাজী
Paintings: Jlues Breton

এক্কেবারে আলতো করে
Sunday, May 28, 2017
Topic(s) of this poem: poem,sensual,love,passion
COMMENTS OF THE POEM
Swapna mukherjee 18 March 2019

Asadharon

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success