নারী কি সত্যিই দুর্বল? Poem by Arun Maji

নারী কি সত্যিই দুর্বল?

Rating: 5.0

নারী কি সত্যিই দুর্বল?
সহস্র বোমার গর্জন, সহস্র কামানের আস্ফালন
যা না করতে পারে;
নারীর রূপ অনায়াসে, ঠিক তাই করতে পারে।

শানিত অস্ত্রও
যে বীরপুরুষের বক্ষ বিদীর্ণ করতে পারে নি
নারীর আড়চোখের দৃষ্টি, এক লহমায় তাই করতে পারে।
সহস্র সহস্র সিংহাসনের হাতছানি
যে ধার্মিক পুরুষকে, তার বীরধর্ম থেকে টলাতে পারে নি
নারী নিতম্বের একটু হাসি, ঠিক তাই করতে পারে।

পুরুষ কেবল
তার বাহুবল আর তলোয়ারের, মিথ্যে আস্ফালন করে।
নিজে, এক বিন্দু রক্তপাত না ঘটিয়েও
নারী, সহস্র সহস্র পুরুষের রক্তে, নিত্য স্নান করতে পারে।

হেলেনের হাসি
কত সহস্র মানুষের রক্ত শুষেছিলো?
দ্রৌপদীর উন্নত বক্ষ
ক জন রাজার হত্যার কারন হয়েছিলো?
অম্বা-র অতৃপ্ত যৌবন-ই কি
কুরুক্ষেত্রের, বীজ বপন করেছিলো?

বাহুবল- বর্বর আর পাশবিক!
বাহুবলে যাদের বিশ্বব্রহ্মান্ড জয় করতে হয়
তাদের মতো মূর্খ আর অসহায় কেউ নেই।
ঠোঁটে কেবল, জবার পাপড়ি ঘষেই
নারী- এই সাতসাগরার রাজেশ্বরী হতে পারে।

অথচ পুরুষ? সে বড় দুর্বল আর অসহায়!
এক কণা ধূলি অর্জন করতেও
তাকে যে, কত সহস্র নদী রক্ত ঝরাতে হয়!

© অরুণ মাজী
Painting: Morteza Katouzia

নারী কি সত্যিই দুর্বল?
Friday, April 28, 2017
Topic(s) of this poem: man,men,poem,woman,women,women empowerment
COMMENTS OF THE POEM
Pijushkanti Das 29 April 2017

অনবদ্য

0 0 Reply
Pijushkanti Das 29 April 2017

Anbdy

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success