সলিল Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

সলিল

বিরহী জালে সপি তব কামিনী
       আমৃত্যু যারে লয়, হে তুমি
বৎসল্য বিধাতা বলেন তারে দামিনী
       সন্ধিক্ষণ না বিনা রহে
       রজত বর্ষ তথা হ'য় দামি
       প্রদীপের ক্ষণকালে রচি
       তব নামমহে,

এ সংসার প্রনতি, মাগে দুর্দম লাভ
       শ্রীঘাত তাই না হয়ি না রহে
বিশ্বঘর যাহা যাচে, তা গূঢ় মিল ভাব
       সদা ত্বরা হই 'বই কি
       স্বর্গীয় সুধা ঢালি কন্ঠবহে,
       তব মাল্য রহে যাচি
       যেথা রহ, সেথা ডাকি;

শূলধার সম দিগন্ত নামি রহে প্রাণে
       দিশার না রহি সীমা,
সুধাকর ঢালি অমৃত, বলি চলে গানে
       তব নির্মাণ ন'হে ক্ষুদ্র,
       তব দোষ ন'হে তোমা
       তব দোষ নব পত্র সম কচি
       অধি বিশ্ব তাহার সমুদ্র

       তুমি কিন্ঞৎ ধরিছ বটে
       মৃত্যু নাহি তোমা সলিল তটে।




স্থাণঃ শ্রীরামপুর, নদীয়া
23/09/2017


[Published in his book "সবিনয়",2018]

সলিল
Saturday, September 23, 2017
Topic(s) of this poem: water
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success