কালি মা Poem by Bikash Santra

কালি মা

জীবনে আমি হয়তো মাগো
অনেক করেছি সিদ্ধান্ত ভুল,
তাই তো আজ হয়েছি গো মা
তোমার চরণের জবা🌺 ফুল।
তোমার পায়ের স্পর্শে আজ
হয়েছি আমি অনেক ধন্য, 🙏
জানি গো মা আমি আজো
তোমার কাছে অতি নগন্য।
তবু এ লেখায় আজ বলবো
তুমিই আমার পথপ্রদর্শক, ✔
আমরন আমি ডাকবো মাগো
যতই আমার 🙇 কষ্ট হোক।
আজ এই শুভদিনে মা তুমি
আমার বুকভরা ভালোবাসা নিও,
তোমার ঐ রাঙাচরনে মাগো
আমায় একটু আশ্রয় তুমি দিও🙏
সবার কাছে খারাপ মা আমি
নিইনা আজ কোনো কিছুর চাপ,
আনন্দের জন্য খারাপ কাজ
করবো না কখনো মা এ পাপ।🖋

কালি মা
Monday, October 28, 2019
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Bikash Santra

Bikash Santra

Nalikul
Close
Error Success