ইবাদতের দুই প্রধান বাঁধা Poem by Rhymer Rhymer

ইবাদতের দুই প্রধান বাঁধা

Rating: 5.0

ইবাদতের বাধা নফস ওশয়তান
মানুষের আমিত্ব হচ্ছে নফস
আর কুমন্ত্রনা দানকারী জীন হচ্ছে শয়তান
মানুষ নিজের খেয়াল খুশী মত চলে
তাই নফসের দাস হয়ে তার ইবাদত করছে যা একটা শিরক গুনাহ
আবার শয়তানের ওয়াছওয়াছা মেনে তার দাসত্ব করছে
ইবাদত শুরুতে খুব কষ্টের কাজ
আদম আঃ একটা মাত্র ভুলের জন্য ৩৫০ বছর কেঁদে কেঁদে ইবাদত করেছেন
এই দুনিয়ায় হুঁশে চলতে হবে
ইন্সাআন মানে শ্রেষ্ঠ মাখলুক
শরাফতি বজায় রেখে চলতে গেলে এলেম ও মাল দুই অর্জন করতে হবে
না হলে নফস আর শয়তান চেনা যাবে না

Monday, September 30, 2019
Topic(s) of this poem: advice,advise,motivation,worship
COMMENTS OF THE POEM
Sankhajit Bhattacharjee 30 September 2019

beautiful sensational poem.......10+

1 0 Reply
Rus Mer 01 October 2019

thanks a lot for ur kind perusal

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success